Chicken Pakora Recipe in Bengali
Bengali Chicken Pakora Recipe– বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চিকেন পকোড়া রেসিপি। মুরগির পকোড়া ভারত, বাংলাদেশ সহ দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশে খুবই জনপ্রিয় একটি খাবার। বাড়িতে খুব সহজেই আপনারা রান্না করতে পারেন এই রেসিপিটি ।
এই স্ট্রিট ফুডটি তৈরি করতে হয় মূলত দুটি ধাপে। প্রথমে মুরগির মাংস মশলা, দই, এবং ডিম্ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। এই পদ্ধতিকে মেরিনেশন বলে। তারপর এই মেরিনেট করা মাংস গুলিকে ডুবো তেলে ভাঁজতে হয়। Let see, how to make chicken pakora recipe in Bengali.
চিকেন পকোড়া - Bengali Chicken Pakora
চিকেন পকোড়া একটি মজাদার চিকেন স্ন্যাকস। এটি খুব জনপ্রিয় একটি খাবার যা ভারতীয় উপমহাদেশে ভীষণ ভাবে প্রচলিত। খুব সহজেই বাড়িতে যে কেউ তৈরী করতে পারেন মজাদার মুরগির পকোড়া। চলুন দেখে নেওয়া যাক Bengali Chicken Pakora Recipe.
Servings: 4
Calories: 280kcal
Equipment
- কড়াই
- বড় সাইজের বাটি
Ingredients
তৈরী করার উপকরণ
- ৫০০ গ্রাম চিকেন (মুরগির মাংস)
- ২ চামচ আঁদা রসুন বাটা
- ১ চামচ লাল লংকার গুঁড়ো
- ১ মুঠো কাটা ধনিয়া পাতা
- ১ টি কাটা পেঁয়াজ
- ১ চামচ গোল মরিচের গুড়ো
- ১/২ চামচ হলুদের গুঁড়ো
- ১ কাপ চালের গুঁড়ো বা ময়দা অথবা বেসন
- ২ টি কাঁচা লঙ্কা (কুচি করে কাটা)
- ২-৩ চামচ টক দই
- ১/২ চামচ গরম মশলার গুঁড়ো
- ১ টি ডিম্ ভালোভাবে ফেটিয়ে নিন
- ২ চামচ কর্নফ্লোর (অপশনাল)
- লবন পরিমান মত
- ভাজার জন্য পরিমান মত তেল
Instructions
চিকেন পকোড়া রান্নার পদ্ধতি
- প্রথমে চিকেন ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। ১ ইঞ্চি টুকরো বা কিউব সাইজ করে কেটে নিন
- এবার চিকেন একটি পাত্রে নিন এবং উপরে বলা সমস্ত উপকরণ এর সাথে ভালোভাবে মিশিয়ে নিন
- এবার এই মশলা যুক্ত চিকেন গুলিকে মেরিনেট করার জন্য ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন
- একটি কড়াইতে তেল ঢেলে মধ্যম আচে গরম করুন। তেল গরম হয়ে গেলে একটুখানি মশলা বা এক টুকরো মুরগির মাংস ওর মধ্যে ছেড়ে দেখুন। যদি এটি লাল না হয়ে ভেসে ওঠে তবে তেল সঠিক ভাবে গরম হয়েছে।
- এবার একটি একটি করে চিকেন তেলের মধ্যে ছাড়ুন।এক সাথে ৭ থেকে ৮ টি মুরগির মাংস একসাথে ভাজুন। তেল একটু বেশি দেবেন যাতে মাংসের টুকরোগুলো ভালোভাবে ডুবতে পারে।
- ভাজার সময় মাঝে মাঝে এগুলি নাড়িয়ে নিন যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়।
- মাংসের টুকরোগুলি লাল বা তামাটে রংয়ের হয়ে আসলে এগুলি নামিয়ে একটি ঝাঁজরি এর উপরে রাখুন যাতে অতিরিক্ত তেল ঝরে যায়
- এবার গরম গরম মুরগির পকোড়া টমেটো সসের সাথে উপভোগ করুন।
Tips to make Bengali chicken pakora
- মাংসের টুকরো গুলি একটু ছোট সাইজের কাটবেন। এক থেকে দেড় ইঞ্চি সাইজের করে কাটাই ভালো।
- ভাজার সময় মাঝে মাঝে মাংসগুলো নাড়িয়ে নেবেন যাতে সব অংশ ভালোভাবে ভাজা হয়।
- খেয়াল রাখবেন তেল যেন বেশি গরম না হয় তাহলে মাংসের ভিতরে ভালোভাবে রান্না না হয়েই উপরের অংশ পুড়ে যাবে।
Related Chicken Recipes
- ৫ টি সেরা বাঙালি রান্নার রেসিপি
- মজাদার কড়াইশুঁটির কচুরি বানানোর নিয়ম
- স্পঞ্জি ও নরম রসগোল্লা বানানোর রেসিপি।
- সহজ ফ্রাইড রাইস রেসিপি-Fried rice recipe in bengali
অনুগ্রহ করে রেসিপিটিতে স্টার রেটিং দিন
[Total: 3 Average: 5]
Pingback: Chilli Paneer Recipe in Bengali - চিলি পনির রেসিপি - Ranna Recipe
Wow it’s amazing and yummy!!!
Khub ভালো রেসিপি । দারুণ!!!
Pingback: কলা দিয়ে আইসক্রিম বানানোর রেসিপি - ব্যানানা আইসক্রিম
Pingback: Chicken Recipes in Bengali // Bengali Chicken Curry - Ranna Recipe